ইস্যু বাংলাদেশ! মোদী-মমতা এক, জানিয়ে দেওয়া হল

কে করলেন এই ঘোষণা?

author-image
Anusmita Bhattacharya
New Update
20210302-modi-vs-mamata_177f16676e4_large.jpg

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ ইস্যুতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় বলেছেন, "আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যেখানে সংখ্যালঘু এবং হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সংযুক্ত। আমরা একটি আবেদন করছি যে ভারত সরকার জাতিসংঘের কাছে অবিলম্বে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের আবেদন করুক ভারত সরকার এখন সম্পূর্ণ নীরব, যার কারণ তাদেরই জানা। আমাদের আবেদন ইএএম সংসদে এসে বাংলাদেশের সর্বশেষ অবস্থান সম্পর্কে আমাদের জানান। আমাদের মুখ্যমন্ত্রী গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় সিদ্ধান্ত নেন যে ভারত সরকার যে সিদ্ধান্তই নেবে, পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্তেই পাশে থাকবে। আমরা একসাথে কাজ করতে চাই"।