নিজস্ব সংবাদদাতা: জুনিয়র চিকিৎসকদের অনশন চলছে। একের পর এক অনশনকারী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় ফের একবার জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্য করে কটাক্ষ করেন। তিনি বলেন, জুনিয়র চিকিৎসকরা নিজেদের আখের গোছাতে এসেছে। সাধারণ মানুষের জন্য ওরা কিছু করছে না। যার জেরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
এদিন তিনি বলেন, "Hunger Strike Upto Hospitalization' হয়েছে, 'Not Hunger Strike Until Death।' অর্থাৎ আমরণ অনশন নয়। যতক্ষণ পর্যন্ত হাসপাতালে যাচ্ছেন, ততক্ষণ অনশন। কল্যান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "কাল রাতে না আজ সকালে দেখলাম, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কে একজন অনশন শুরু করেছেন, বিকালের মধ্যেই চলে গেলেন হসপিটালাইজড। দমই নেই। যা ইচ্ছা করুক। ওদের যেটা মনে হচ্ছে সেটা করুক। ওঁরা তো মানুষের সেবা করতে আসেননি, নিজেদের ব্যাপারটা গুছিয়ে নিতে এসেছেন। গ্রাম-বাংলার মানুষের কাছে যাক না...মানুষ বুঝিয়ে দেবেন ঠিকমতো উত্তর। "
প্রসঙ্গত, আজ সকালে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে এক জুনিয়র চিকিৎসক নতুন করে অনশনে বসেছেন। অন্যদিকে, শুক্রবার অনশন করতে গুরুতর অসুস্থ হওয়ার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে আলোক ভর্মাকে। মাঝে উত্তরবঙ্গে কোনও জুনিয়র চিকিৎসককে এখনও হাসপাতালে ভর্তি করা হয়নি। সোমবার সকাল থেকেই জুনিয়র চিকিৎসক তানিয়া পাঁজার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে বার বার হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হলেও তিনি অনশন মঞ্চ ছেড়ে যেতে অস্বীকার করেছেন।