নারদা মামলা: CBI তদন্ত...হাই কোর্টে এবার TMC সাংসদ!

নারদা মামলায় এফআইআর থেকে নাম অপসারণ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সাংসদ অপরূপা পোদ্দার। মামলা গ্রহণ করল এবার আদালত।

author-image
Anusmita Bhattacharya
New Update
aparupa

সাংসদ অপরূপা পোদ্দার

নিজস্ব সংবাদদাতা: নারদা মামলায় (Narada Case) এফআইআর থেকে নাম অপসারণ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সাংসদ অপরূপা পোদ্দার। মামলা গ্রহণ করল এবার আদালত। শুনানি হতে পারে বৃহস্পতিবার। নারদ মামলা অন্যতম অভিযুক্ত ছিলেন সাংসদ অপরূপা। সিবিআইয়ের দায়ের করা এফআইআরে তাঁর নামও ছিল। রাজ্যের শাসকদলের সাংসদ (TMC MP) অপরূপা পোদ্দারের অভিযোগ, সিবিআই এখনও তদন্ত শেষ করতে পারেনি। তাই এবার এফআইআর (FIR) থেকে নিজের নাম অপসারণ ও রক্ষাকবচের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে (Calcutta High Court) গেলেন তিনি।