ED: 'তৃণমূল করি বলেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার', বললেন বিধায়ক

পুর নিয়োগে দুর্নীতিকাণ্ডে গতকাল তাপস রায়ের বাড়িতেও হানা দিয়েছিল ইডি।

author-image
SWETA MITRA
New Update
Tapas roy

নিজস্ব সংবাদদাতাঃ ১২ ঘণ্টা ইডির তল্লাশি অভিযান প্রসঙ্গে বড় দাবি করলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy)। তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'সিপিএমের বিরুদ্ধে অনেক লড়াই করেছি, কোনওদিন বাড়িতে পুলিশ আসেনি। আমার লড়াই সবাই হানে, তাহলে কীভাবে আমার নাম জড়ালো দুর্নীতির সঙ্গে? টাকা নিয়ে কোনওদিন কাউকে চাকরি দিইনি। কিন্তু গরীব, দলীয় কর্মীদের জন্য সুপারিশ করেছি। কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নই, রাজনৈতিক প্রতিহিংসা। আমি তৃণমূল করি তাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার। টাকার বিনিময়ে চাকরি, কাউকে কলেজে চাকরি দেওয়াকে ঘৃণা করি।গতকাল যা হয়েছে তা আমার ও পরিবারের কাছে বড় মানসিক আঘাত।‘