নিজস্ব সংবাদদাতা: খড়গপুরে তৃণমূল কর্মীদের বিজেপি নেতা দিলীপ ঘোষের হুমকি। পাল্টা তৃণমূলের কর্মীদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষের।
/anm-bengali/media/media_files/VqpB7h4KupyTxKSLYMaQ.jpg)
হুমায়ুন কবীর বলেন, "সাংসদ তহবিলের তৈরি টাকায় রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন। বাধা দেবে কেন? যা করেছেন ঠিক করেছেন। আমি হলেও একই করতাম। সবাই এই সাহস দেখায় না। চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন শুভেন্দু অধিকারীরা। আর কত ধৈর্য ধরবেন? আমাকে ঢিল ছুঁড়লে কি বাড়িতে রসগোল্লা পাঠাবো?"