নিজস্ব সংবাদদাতা: এবার বিশেষ পোস্ট করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি বলাগড়ের বিধায়ক।
তিনি ফেসবুকে লিখলেন, অনেক বছরের একটা জীবন। কত কিছু না করতে হয়েছে ! তার সবটা ভালো নয়, সবটা মন্দও নয়।
জীবন আমাকে যেভাবে যে পথে চালিত করেছে কিছু মানুষ আমার প্রশংসা করেছে, কিছু মানুষ অপযশও করেছে।
তবে নিন্দা মন্দ করবার চাইতে প্রশংসক পেয়েছি অনেক বেশি । তাই আমি আমার নিজস্ব পথ ছেড়ে বেপথু হতে পারিনি, হতে চাইনি কোনদিন।
আর তো বেশিদিন বাঁচবো না যে কটা দিন বেঁচে বর্তে থাকি, এইভাবে চলে গেলেই হল।
আজ কিছু কাগজপত্রের জেরক্স করার প্রয়োজন ছিল পুরাতন বাড়িটি বিক্রি করে যেখানে এখন নতুন বাসা করেছি সেখানে কোথায় কি পাওয়া যায় সঠিক জানিনা, তাই আমি ও আমার পিএসও খুঁজতে বের হয়েছিলাম জেরক্স এর দোকান।
অনেক খুঁজে একটা দোকান পেলাম কিন্তু দোকানদার ধারে কাছে কোথাও নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম তিনি দূর থেকে আমাদের দেখে হন্ত দন্ত হয়ে ছুটে এলেন । এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে একগাদা কাগজ জেরক্স করে দিলেন। জিজ্ঞাসা করলাম কত হয়েছে? তিনি যেন কোন অপরাধ করেছেন এমন ভাবে বললেন পয়সা লাগবে না !
আমি তো অবাক ! এত কাগজ, পয়সা লাগবে না ! এর কি কারণ!
দোকানদার অত্যন্ত বিনীতভাবে জানালেন আপনি মানুষের কাজ করেন । আপনার বিষয়ে সমস্ত খোঁজ খবর আমি রাখি । বলতে গেলে আমি আপনার একজন ভক্ত। আপনার সামান্য কাজ করে দিয়েছি এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। পয়সা নিলে অপরাধী হয়ে যাব।
পয়সা উনি কিছুতে নিলেন না আবার নিজের পয়সায় আমাদের পাঁচজনকে চা খাওয়ালেন।
ব্যাস আর আমার কিছু চাইনা। এই যে একজন মানুষ কত দূরে থাকেন ! জীবনে এই প্রথমবার দেখা। তবুও তিনি আমার বিষয় জানেন আর আমাকে আমার কাজের জন্য ভালোবাসেন । এর চাইতে বড় পুরস্কার একজন মানুষের জীবনে আর কি হতে পারে আমার জানা নেই।
সেই সদ্য চেনা মানুষটিকে আমার বিনম্র শ্রদ্ধা। ভালো থাকবেন । আপনাদের মত মানুষের জন্যই আমি এগিয়ে চলার প্রেরণা পাই । প্রণাম আপনাকে।