নিজস্ব সংবাদদাতা: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ কটাক্ষ করছেন। করুচিপূর্ণ মন্তব্য করছেন। সেই তালিকায় আরও এক তৃণমূল বিধায়কের নাম যুক্ত হল। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, জুনিয়র চিকিৎসকরা সহ্যের সীমা অতিক্রম করছেন। এর আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, তৃণমূল সাংসদ সৌগত রায়, প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী স্বপন দেবনাথ জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ৪০ দিনে পড়ল। টানা নয় দিন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্যভবনের সামনে ধরনায় বসেছেন। জুনিয়র চিকিৎসকদের নানা ভাবে সাধারণ মানুষ সাহায্য করছেন। এখনও পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনে কোনও রাজনৈতিক রঙ লাগেনি। সেই জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করে বিধায়ক অসিত মজুমদার বলেন, অসিত মজুমদার বলেন, 'মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছেন। নাটক ছাড়া আর কিছু নয় এখন। এখন যা হচ্ছে সবটাই নাটক। সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলে...মুখ্যমন্ত্রী তো প্রায় সবই মেনে নিয়েছেন। মমতাদি যত স্নেহ, ভালবাসা, মমত্ব দিয়ে এই আন্দোলনটাকে দেখছেন এর বেশি করা যায় না। অবশ্যই, সীমা তো ছাড়াচ্ছেন।'