নিজস্ব সংবাদদাতা:বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী প্রেম দিবসে করলেন এক বিশেষ পোস্ট। তিনি লেখেন, "আমার কাছ থেকে যদি কেউ আজ একটা গোলাপ ফুল নাও- সাথে দেবো সাত সমুদ্র । পাঁচ মহাদেশ । একটা আকাশ আর এক কোটি নক্ষত্র!"কেউ কি আছো হাত তোলো!