"এখন একটা নতুন হুজুগ বিচার চাই যে তা করেনি ঘোষিত হচ্ছে চটিচাটা হিসাবে"- পোস্ট করলেন TMC বিধায়ক

বিচার, মিছিল নিয়ে পোস্ট।

author-image
Anusmita Bhattacharya
New Update
1687406661_manoranjan-byapari

নিজস্ব সংবাদদাতা: বরাবর সোজসাপ্টা কথা বলার জন্য আলোচনায় থাকেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তবে এবার এক বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট করলেন তিনি। 

manoranjan

আর জি কর কাণ্ড নিয়ে একটি বিশেষ পোস্ট করেছেন ফেসবুকে। বিচার চাওয়াকে তিনি একটি হুজুগ বলে পোস্ট করেছেন। এমনকি যারা মিছিলে যাচ্ছে না তাদেরকে চটিচাটা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এমনটাও তার অভিযোগ।

বলাগড়ের এই বিধায়ক লেখেন, কথা বই পড়ি কিনা, কিনি কিনা, সেটা বড় কথা নয়। বড়কথা বইমেলায় গিয়েছিলাম কিনা। গিয়ে রোল ফোল খেয়ে ফোটু মটু খিঁচে চলে এলেও অসুবিধা নেই, তবু একবার যেতেই হবে। না হলে মান সন্মান থাকবে না। 
এখন চলছে একটা নতুন হুজুগ। সবাই এখন জানতে চায় " বিচার চাই" কোন মিটিং মিছিলে গেছি কিনা! গিয়ে গান গেয়ে, নেচে, সেলফি তুলে, চা ফা খেয়ে, গল্প স্বল্প করে এক আধঘণ্টা কাটিয়ে এলেই চলবে। যে তা করেনি ঘোষিত হচ্ছে চটিচাটা হিসাবে।