নিজস্ব সংবাদদাতা: প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। বেলঘড়িয়া শুটআউট-কাণ্ডে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত ভিকি যাদব হলেন মূল অভিযুক্ত। তিনি ইন্দল যাদবের ঘনিষ্ঠ। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিনে ভিকির বাইকে করেই নাকি দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালিয়েছিল তৃণমূলের শ্রমিক নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে। আর সেই গুলি গিয়ে লাগে তৃণমূল নেতার বুকে এবং পেটে। আর দুষ্কৃতী হামলার মাঝে পড়ে গুলি বিদ্ধ হয়েছেন সন্তু দাস নামে এক নিরীহ যুবকও। আর এবার সেই ঘটনায় ত্রিকোণ প্রেমের হদিস মিলল।
/anm-bengali/media/media_files/KMvZy2c2K2o30G7sqzPF.jpg)