তৃণমূল কর্মী খুন, জোট ভুলে কাঠগড়ায় সিপিএম, সহ্য করছে না দল

একটা সময় দলের সক্রিয় কর্মীই ছিলেন মিন্টু শেখ।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
TMC CPIM.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেতুগ্রামে প্রাক্তন তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ফুঁসছে তৃণমূল কংগ্রেস। বর্তমানে সক্রিয় ভাবে দলের সাথে যুক্ত না থাকলেও একটা সময় দলের সক্রিয় কর্মীই ছিলেন মিন্টু শেখ। তাই তাঁর মৃত্যুতে শোকাহত দল। একই সাথে এই মৃত্যুর জন্যে সিপিআইএম-কেই দায়ী করল ঘাসফুল শিবির।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এদিন নিজেদের এক্স হ্যান্ডেলে লিখেছে, “৩৪ বছরের হিংসা ও রক্তপাতের রাজত্বের আরও একটি ছবি প্রকাশ্যে। সিপিআই(এম)-এর হার্মাদরা কেতুগ্রামে আমাদের পার্টি কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। মিন্টু শেখ নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে তাকে বাধা দেওয়া হয়, নৃশংসভাবে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়"।

"বাংলা থেকে এই হার্মাদদের মুছে ফেলার পর, সিপিআই(এম), এখন বিজেপির ক্ষমতায়, একটি একক অ্যাজেন্ডা নিয়ে রেখেছে। মানুষকে ভয় দেখিয়ে অন্ধকার দিন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সিপিআইএমের হার্মাদরা। আমরা নির্বাচন কমিশনকে বলবো, অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নিতে!"

aitc tweet.png

Dev | Ghatal | Bomb | lok sabha election 2024 | paschim medinipur | West Bengal | TMC | BJP

Add 1