চড়, কিল, ঘুষি, কলকাতা পুরসভায় খণ্ডযুদ্ধ, মুখ খুললেন মালা রায়

কলকাতা পুরসভায় (KMC) তুলকালাম ঘটনা ঘটে গেল আজ শনিবার দুপুরে। বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির অভিযোগ।

author-image
SWETA MITRA
New Update
firhaddd.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরসভায় সাপ্তাহিক অধিবেশন চলাকালীন ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কাউন্সিলররা। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ করেছে। এই ঘটনাকে ঘিরে বঙ্গ রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপার্সন  মালা রায় বড় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ‘জন প্রতিনিধিদের ব্যবহার নিয়ে আরও সচেতন হওয়া উচিৎ। হাউসের গরিমা বজায় রাখা উচিৎ ছিল।‘