New Update
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, "রাজ্যপালের উচিত অবিলম্বে অপরাজিতা বিল পাশ করা, কারণ এটি মহিলাদের সুরক্ষা ও সুরক্ষার জন্য একটি মডেল বিল এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ। যখনই পশ্চিমবঙ্গ বিধানসভায় বিলটি পাস হবে, রাজ্যপালের উচিত অবিলম্বে তা পাশ করা। তবে তিনি বিলম্বের জন্য কৌশল নিচ্ছেন। তিনি যদি বিলম্ব করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন, তবে প্রশ্ন উঠতে পারে যে যেহেতু তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, সে কারণেই তিনি এত বিলম্ব করছেন এবং তিনি এই বিলে কিছু বিতর্ক করার চেষ্টা করছেন।"
#WATCH | TMC leader Kunal Ghosh says, "The Governor should clear the Aparajita bill urgently because this is a model bill for the safety and security of women and the toughest steps against crime against women. Whenever the assembly of West Bengal passes the bill, the governor… pic.twitter.com/LRgvkBoIGK
— ANI (@ANI) September 6, 2024
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে প্রতিদিন নতুন নতুন বিতর্কের সৃষ্টি হচ্ছে। এখন, কলকাতা পুলিশের তরফ থেকে তিলোত্তমার বাবা-মাকে আদৌ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা, সেটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। পুলিশের তরফ থেকে টাকা অফার করার বিষয়টি নিয়ে তিলোত্তমার বাবা-মায়ের তরফে দুটি ভার্সন সামনে এসেছে। আর সেই বিষয়েই কথা বলতে তিলোত্তমার বাড়িতে পৌঁছে যান খোদ সিবিআই কর্তারা। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ সকালে সিবিআই টানা আড়াই ঘণ্টা তিলোত্তমার বাড়িতে ছিলেন। সূত্রে খবর, তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন সিবিআই কর্তারা। আরজি করের প্রতিবাদ মঞ্চে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতেও পুঙ্খানুপুঙ্খ জানতে চান আধিকারিকরা।
উল্লেখ্য, তিলোত্তমার বাবা-মা অভিযোগ করেছেন, ঘটনার দিনের পর যখন মেয়ের দেহ শায়িত ছিল, তখন টাকার অফার করেছিল পুলিশ। আরজি করের মঞ্চে প্রতিবাদ সভাতে নির্যাতিতার বাবা দাবি করেন, ডিসি নর্থ তাঁকে টাকার প্রস্তাব দিয়েছিলেন। তবে এই প্রথমবার নয়। একাধিকবার সাংবাদিকদেরও নির্যাতিতার বাবা-মা বলেছিলেন, পুলিশ টাকার প্রস্তাব দিয়েছিল।