BREAKING: প্রধানমন্ত্রীর বাড়িতে অমিত শাহ আর অজিত দোভাল ! ফের কি কোনও বড় পদক্ষেপের পথে কেন্দ্র ?
BREAKING: সীমান্তের মানুষদের মনোবল বাড়াতে এবার বিকানের যাবেন মোদি ! দেখুন বড় খবর
BREAKING: কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ নিল ওড়িশা ! বড় ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান
ঝড়ে বিপর্যস্ত বেলপাহাড়ি, বন্ধ রাজ্য সড়ক
BREAKING: চাকরিহারা শিক্ষকরা নয়,উস্কানি দিয়েছিল খোদ পুলিশ ! এবার বিকাশ ভবন নিয়ে বড় মন্তব্য করলো সংগ্রামী যৌথ মঞ্চ
বাল্যবিবাহ রুখতে পুলিশের বিশেষ কর্মসূচি
BREAKING: রিভিউ পিটিশন করলে আবার চড় খাবে রাজ্য সরকার ! বড় মন্তব্য করলো সংগ্রামী যৌথ মঞ্চ
BREAKING: আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ! চাপে পরে সাফাই গাইলেন মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা
BREAKING: তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্নের ঘোষণা করলো কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) !

আরজি করঃ অপরাজিতা বিল-ভয় পাচ্ছে রাজ্যপাল, বিতর্ক তৈরির চেষ্টা! কীসের ভয়? ফের বিস্ফোরক কুণাল

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
kunal ghoshw3.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, "রাজ্যপালের উচিত অবিলম্বে অপরাজিতা বিল পাশ করা, কারণ এটি মহিলাদের সুরক্ষা ও সুরক্ষার জন্য একটি মডেল বিল এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ। যখনই পশ্চিমবঙ্গ বিধানসভায় বিলটি পাস হবে, রাজ্যপালের উচিত অবিলম্বে তা পাশ করা। তবে তিনি বিলম্বের জন্য কৌশল নিচ্ছেন। তিনি যদি বিলম্ব করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন, তবে প্রশ্ন উঠতে পারে যে যেহেতু তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, সে কারণেই তিনি এত বিলম্ব করছেন এবং তিনি এই বিলে কিছু বিতর্ক করার চেষ্টা করছেন।" 

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে প্রতিদিন নতুন নতুন বিতর্কের সৃষ্টি হচ্ছে। এখন, কলকাতা পুলিশের তরফ থেকে তিলোত্তমার বাবা-মাকে আদৌ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা, সেটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। পুলিশের তরফ থেকে টাকা অফার করার বিষয়টি নিয়ে তিলোত্তমার বাবা-মায়ের তরফে দুটি ভার্সন সামনে এসেছে। আর সেই বিষয়েই কথা বলতে তিলোত্তমার বাড়িতে পৌঁছে যান খোদ সিবিআই কর্তারা। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ সকালে সিবিআই টানা আড়াই ঘণ্টা তিলোত্তমার বাড়িতে ছিলেন। সূত্রে খবর, তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন সিবিআই কর্তারা। আরজি করের প্রতিবাদ মঞ্চে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতেও পুঙ্খানুপুঙ্খ জানতে চান আধিকারিকরা।

উল্লেখ্য, তিলোত্তমার বাবা-মা অভিযোগ করেছেন, ঘটনার দিনের পর যখন মেয়ের দেহ শায়িত ছিল, তখন টাকার অফার করেছিল পুলিশ। আরজি করের মঞ্চে প্রতিবাদ সভাতে নির্যাতিতার বাবা দাবি করেন, ডিসি নর্থ তাঁকে টাকার প্রস্তাব দিয়েছিলেন। তবে এই প্রথমবার নয়। একাধিকবার সাংবাদিকদেরও নির্যাতিতার বাবা-মা বলেছিলেন, পুলিশ টাকার প্রস্তাব দিয়েছিল।