শুভেন্দুকে কটাক্ষ কুণালের!

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই সিভিক ভলান্টিয়ার নিয়ে বাড়ছে তরজা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ঝবচ

collected

নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানোয় রয়েছে আদালতের নিষেধাজ্ঞা। কিন্তু বিরোধীদের অভিযোগ, সেসব না মেনে মনোনয়ন জমা দেওয়ার শুরুর দিন থেকে মাঠে নামানো হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের। এই বিষয়ে  তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "সিভিকরা শুধু সমাজসেবা করে। সেই কাজেই ওঁদের লাগানো হচ্ছে। যাঁরা বৃদ্ধ, বয়স্ক প্রার্থী তাঁদের হাত ধরে নিয়ে যাওয়া, কোনও অসুবিধা হচ্ছে কিনা দেখা। মূলত সমাজসেবা মূলক কাজের জন্য সিভিক ভলান্টিয়াররা আছে। কিন্তু,  আচমকা যদি কোনও গন্ডগোল হয় তখন যে কোনও নাগরিকের কর্তব্য সেটাকে থামিয়ে দেওয়া। এর সঙ্গে কোর্টের নির্দেশের অবমাননার কোনও সম্পর্ক নেই।" 

ইতিমধ্যে শুভেন্দু দাবি করেছেন, পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ারদের মাঠে নামনোর পরিকল্পনা নিয়েছে সরকার। তাঁর দাবি, পুলিশের পোশাকে সিভিক ভলান্টিয়াররা থাকবেন পঞ্চায়েত ভোটে। এই প্রসঙ্গে কুণাল বলেন, “শুভেন্দুর রোজ বড় বড় কথা বলা ছাড়া কোনও কাজ নেই। ভোট পুলিশ করবে। রাজ্য পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশন যেখানে বাড়তি নিরাপত্তা কর্মী দেওয়ার প্রয়োজন সেখানে দেবে তবে তা আইন মেনেই করবে। আমরা ২০০৩ সালের বামফ্রন্ট জমানার সন্ত্রাসের দিন আর ফিরতে দেব না।"