নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "বাংলাদেশ ইস্যু অত্যন্ত স্পর্শকাতর বিষয়। বাংলাদেশের সঙ্গে ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের সম্পর্ক অত্যন্ত গভীর। আমাদের ইতিহাস, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি – আমাদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রার্থনা করছি বাংলাদেশে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। এটি একটি আন্তর্জাতিক বিষয়, তাই বাংলাদেশের জন্য যা কিছু বলার এবং করা দরকার তা কেন্দ্রীয় সরকারকেই করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ এই বিষয়ে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ নেবে তা অনুসরণ করবে। আমরা আরও অনুরোধ করছি, যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত রয়েছে, তাই মুখ্যমন্ত্রীকে খবরে রেখে এবং তাঁর সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় সরকার যদি বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাহলে ভাল হয়।"
#WATCH | Kolkata, West Bengal: TMC leader Kunal Ghosh says, "Bangladesh issue is a very sensitive issue. India, especially West Bengal, has very deep ties with Bangladesh. Our history, our language, our culture - we share very deep ties. All of us pray that peace and normalcy be… pic.twitter.com/pOFohbehm5