বিজেপি নেতারা CAA ফর্ম ফিল আপ করলে ভোটে দাঁড়াতে পারবেন না! কেন বললেন কুণাল

সিএএ নিয়ে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, "বিজেপির যে নেতারা CAA ফর্ম ফিল আপ করবেন, তারা যেন কোনো ভোটে না দাঁড়ান।"

author-image
Tamalika Chakraborty
New Update
kunal ghosh tmc.jpg

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্র সরকার সিএএ বাস্তবায়নের বিজ্ঞপ্তি জারি করেছে। তীব্র ভাষায় এই সিদ্ধান্তের সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, "বিজেপির যে নেতারা CAA ফর্ম ফিল আপ করবেন, তারা যেন কোনও ভোটে না দাঁড়ান। যদি MLA বা অন্য স্তরে থাকেন, ইস্তফা দিন বা বরখাস্ত করা হোক। কারণ CAA আবেদনের প্রথম শর্ত হল তিনি ভারতের নাগরিক নন। তাহলে অনাগরিক কেউ এদেশের এমপি, এমএলএ হবেন কেন বা কী করে?"

কুণাল ঘোষ

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg