নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ বিলকে কেন্দ্র করে সংযুক্ত সংসদীয় সমিতির বৈঠকে চরম বিবাদ হয়েছিল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে। এমনকি বিবাদ এতটা চরম পর্যায়ে চলে যায় যে নিজের হাতে কাঁচের বোতল ভেঙে আহত হয়েছিলেন তৃণমূল সাংসদ। সমগ্র বিষয়টি নিয়ে তৃণমূল নেতা সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন।
এবার তার অভিযোগ গাঙ্গুলী তার পরিবারকে গালিগালাজ করেছেন কিন্তু সেই সময় জেপিসির সভাপতি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি দাবি করেছেন যে তিনি নিয়ম এবং অনিয়মের সম্মান করেন। এরপরেই তার অভিযোগ যে দুর্ভাগ্যজনকভাবে অভিজিৎ গাঙ্গুলী নিয়ম লঙ্ঘন করে সংবাদ মাধ্যমের সামনে তার সম্পর্কে কিছু কুকথা বলেছেন ও তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। সেদিন সর্বপ্রথম নাসির এবং অভিজিৎ গাঙ্গুলীর মধ্যে বাকবিতণ্ডা হয়। সে সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রশ্ন করেন যে কেন অভিজিৎ গাঙ্গুলী চিৎকার করছেন। এরপরেই তিনি নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মা বাবা স্ত্রী এবং তাকেও গালি দেওয়া শুরু করেন।
এর পাশাপাশি তৃণমূল নেতা এও জানিয়েছেন যে অধ্যক্ষ সেখানে উপস্থিত হওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি কঠোর মনোভাব প্রকাশ করেন কিন্তু অভিজিৎ গাঙ্গুলীর প্রতি নাকি নরম ছিলেন। এতেই নিরাশ হন তৃণমূল নেতা। তারপরে নাকি তিনি সেই কাঁচের বোতল ভেঙে দেন। তবে তার উদ্দেশ্য কখনোই অধ্যক্ষের উপর বোতল ছোড়া ছিল না। সদস্যকে সাসপেন্ড করার অধিকার অধ্যক্ষের নেই, শুধুমাত্র স্পিকারের আছে।