মৃত্যুদণ্ডের বিধান, আইনে পরিণত হবে! জানিয়ে দিলেন মমতার মন্ত্রী

এই মন্ত্রী করলেন বড় দাবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
asas

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মন্ত্রী ও তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবার বড় দাবী করলেন। 

chandrimabud

তিনি বলেছেন, "২৮শে আগস্ট, আমাদের নেত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) তৃণমূল মহিলা কংগ্রেসকে ১ সেপ্টেম্বর প্রতিটি ব্লকে বিক্ষোভ করার নির্দেশ দিয়েছিলেন। CBI এখনও পর্যন্ত তদন্তের বিষয়ে একটি কথাও বলেনি, তাদের কাছে আমাদের দাবি, তদন্তের অগ্রগতি এবং এমন একটি মামলা তৈরি করা যাতে ধর্ষকের ফাঁসি হয়। সংবিধানে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই"।

CBI pic.jpg

এরপর তিনি বলেন, "আমরা ২-৩ সেপ্টেম্বর বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডেকেছি যা রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে যাবে। আমরা বিশ্বাস করি যে এটি একটি আইনে পরিণত হবে"।

West Bengal Assembly Session to Begin on June 10| Details Inside