নিজস্ব সংবাদদাতা: বিজেপি (Bjp) ভূতুড়ে ভোটার দ্বারা ক্ষমতায় আসতে চায় ৷ এমনই গুরুতর অভিযোগ তৃণমূল কংগ্রেসের (TMC) ৷ তাদের দাবি, বিজেপির এই প্রচেষ্টা রুখে দিয়ে মানুষের ভোটাধিকার রক্ষা করতে চেষ্টা করবে তারা ৷ সেই লক্ষ্যেই বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের জেলা সভাপতি, সাংসদ ও বিধায়কদের সঙ্গে এক জরুরি বৈঠক রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত কোর কমিটির সদস্যরা। এদিনের বৈঠকে ছিলেন না শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং সাংসদ সাগরিকা ঘোষ ।
প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে মূলত ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা ও আসন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় । দলের পক্ষ থেকে পাঁচ দফা নির্দেশিকা জারি করা হয়, যাতে ভোটার তালিকার কারচুপি রোধ ও ভূতুড়ে ভোটারদের চিহ্নিত করার উপর জোর দেওয়া হয়েছে ।
/anm-bengali/media/media_files/2025/03/06/wPNnwRsL4UDgZtzfwl6G.jpg)
তৃণমূলের পাঁচ দফা নির্দেশিকা
1. একই এপিক নম্বরে একাধিক নাম থাকলে আলাদা করে নথিভুক্ত করতে হবে ।
2. অযোগ্য ভোটার চিহ্নিতকরণ আলাদা করে চিহ্নিত করতে হবে ।
3. ভোটার যাচাই। প্রতিটি বুথের ভোটার তালিকায় স্ক্রুটিনি চালাতে হবে এবং প্রত্যক্ষভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে হবে ।
4. ভুলভাবে বাদ পড়া নাম পুনরায় নথিভুক্ত করা।
5. অনলাইনে নতুন নথিভুক্ত ভোটারদের বিশেষ নজরদারি।