মহিলা ভোটই তৃণমূলের ভাণ্ডারে 'লক্ষ্মী'! আরো মহিলা ভোটার টানতে নতুন উদ্যোগ

মহিলাদের জন্য আর কী করতে চায় তৃণমূল?

author-image
Anusmita Bhattacharya
New Update
womanvote

নিজস্ব সংবাদদাতা: দলে আরও ‘লক্ষ্মী’ আনতে এবার পথে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডারের জেরে জোড়াফুলে মহিলা ভোটারের সংখ্যা বেড়ে গিয়েছে। এবার দলের মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে পথে নামছে তৃণমূল। এবার বিশেষ লক্ষ্যে ১ আগস্ট থেকে টানা একমাসব্যাপী রাজ্যের সব ব্লক ও পুর অঞ্চলে ‘বৈঠকী সাক্ষাৎ’ করতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস।

tmcnew

সেপ্টেম্বর মাসে প্রথম ২ সপ্তাহ সাংগঠনিক জেলায় ‘মুখোমুখি আমরা’ দলের মহিলা কর্মী ও সদস্যদের নিয়ে কর্মিসভার আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির কথা জানান রাজ্য সভানেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সংগঠনের চেয়ারম্যান এবং সাংসদ মালা রায় বলেন যে ৩ জুলাই থেকে ১৮ জুলাই, ২১ জুলাই ‘ধর্মতলা চলো’-র সমর্থনে প্রতিটি জেলায় মহিলাদের নিয়ে হবে সভা।

Adddd