বিজেপির শুদ্ধিকরণে অপমানিত আদিবাসী সমাজ, পথে নামছে TMC

আজ শুক্রবার আম্বেদকর মূর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে ধুয়ে দেন বিজেপি বিধায়করা।

author-image
SWETA MITRA
New Update
sss bjp tmc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও বঙ্গ বিজেপিকে (BJP) চাপে ফেলতে বড় সিদ্ধান্ত নিল শাসক দল তৃণমূল। এবার বিজেপির বিরুদ্ধে আদিবাসী সমাজকে অপমানের অভিযোগ তুলল তৃণমূল (TMC)।  বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। কাল রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক তৃণমূলের। আজ বিজেপি বিধায়করা আম্বেদকর মূর্তির পাদদেশ গঙ্গার জল দিয়ে ধুয়ে দেন। আর যাকে ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। কারণে এই জায়গাতেই গত দুদিন ধরে ধর্নায় বসেছিল তৃণমূল। তৃণমূলের দাবি, তৃণমূলের ধর্নায় আদিবাসী সমাজের প্রতিনিধিরাও ছিলেন। আর বিজেপির এহেন শুদ্ধিকরণ প্রক্রিয়া আদিবাসী সমাজকে যথেষ্ট অপমানিত করেছে।