অভিষেক বন্দ্যোপাধ্যায়, অবহেলা! দিলেন কড়া জবাব

কেন এমন বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek kl.jpg

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, "মণিপুরের মানুষ 2024 সালে কেন্দ্রের শাসক ব্যবস্থার উপযুক্ত জবাব দিয়েছে। তারা আবারও উপযুক্ত জবাব দেবে। তারা যেভাবে মণিপুর এবং সমগ্র উত্তর-পূর্বকে উপেক্ষা করেছে তা এমন কিছু যা প্রত্যেকে, প্রতি 140 কোটি ভারতীয় দেখেছে এবং বিজেপি দেখেছে যে মণিপুরের জনগণ কীভাবে তাদের একটি শিক্ষা দিয়েছে এবং শিখিয়েছে এবং আগামীকালও অন্যথা হবে না। তাদের অনেক আগেই পরিদর্শন করা উচিত ছিল। মণিপুরে যে নৈরাজ্য চলছে তা গত ২০ মাস ধরে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বা জাতির নেতা হিসেবে আপনার দায়িত্ব সেখানে গিয়ে জনগণের সমস্যার কথা শোনা। কারণ এটি একটি ছোট রাজ্য এবং এর দুটি লোকসভা আসন রয়েছে - রাজ্যটিকে ইচ্ছাকৃতভাবে অবহেলিত করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।"