অভিষেক বন্দ্যোপাধ্যায়, 23 লক্ষের বেশি মানুষকে পরিষেবা!

কিসের উদ্বোধন করলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek kl1

নিজস্ব সংবাদদাতা: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 'সেবাশ্রয়' নামে একটি মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছেন৷ এই মেগা স্বাস্থ্য শিবিরটি 28 লক্ষেরও বেশি লোকের জন্য 1200 ডাক্তারের সাহচর্যে 7 টি বিধানসভা কেন্দ্রে পরিচালিত হবে। 2000টি বুথ জুড়ে 280টি ক্যাম্প স্থাপন করা হবে।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এই মেগা স্বাস্থ্য শিবিরটি 7 বিধানসভা কেন্দ্রে 1200 ডাক্তারের সাথে চালানো হবে। 300টি ক্যাম্প স্থাপন করা হবে যা 2000 বুথকে কভার করবে। এই মেগা স্বাস্থ্য শিবিরটি 23 লক্ষের বেশি মানুষকে স্বাস্থ্যসেবা পরিষেবা দেবে৷ "