নিজস্ব সংবাদদাতা: বিস্ফোরক শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী ও সিপিএমের দীপ্সিতা ধরকে আক্রমণ করলেন তিনি।
/anm-bengali/media/media_files/djIY6A8OA9lfLyRIRigf.jpg)
কল্যাণ অভিযোগ তোলেন যে গতকাল থেকেই নাকি যৌনপল্লিতে ঘুরছে কেন্দ্রীয় বাহিনী। এমনকি তারা নাকি মদও খাচ্ছে, অভিযোগ কল্যাণের। সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে 'মিস ইউনিভার্স' বলে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/JRtPq89aXj63Um97uis3.jpg)