নিজস্ব সংবাদদাতা: রেখা পাত্রর পর ভোটের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম।
/anm-bengali/media/post_attachments/ca85b97ad59b5847724d938a7ec78cdbccc36b5fbc372b9893817bbe718c411f.jpg?sqp=-oaymwEYCJUDENAFSFqQAgHyq4qpAwcIARUAAIhC&rs=AOn4CLBCH30J2iPXnKnaRGXXtWquzAVEEA)
কলকাতার এক বেসরকারি হাসপাতালে আইসিইউ বিভাগে ভর্তি করা হয়েছে প্রার্থী হাজি নুরুল ইসলামকে। জানা যায় যে জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি করা হয় এই প্রার্থীকে। নিউমোনিয়াও হয়েছে তাঁর। ফুসফুসের ডানদিকে হয়েছে সংক্রমণ। টাকিতে প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। দলের কর্মীরা প্রার্থনা শুরু করেছেন তাঁর দ্রুত সুস্থতার জন্য।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/04/Large-Image-Haji-Nurul-1.jpg)
/anm-bengali/media/post_attachments/65892a666fa5a5f5fa85fc9b60ce5d27228ddaf5b80f5e3014d6d4f7608961d3.webp)