সৌদি আরবে বসে বাংলায় মনোনয়ন! মামলা হাইকোর্টে, ফাঁপরে TMC

সৌদি আরবে বসে মিনাখাঁয় মনোনয়ন জমা দিয়েছেন। অবাক হলেও বাংলার মনোনয়নে এমনই কিছু ঘটনা ঘটল। এর ফলে ফাঁপরে তৃণমূল।

author-image
Anusmita Bhattacharya
New Update
tmc.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রয়েছেন সৌদি আরবে। তবে বসিরহাটের মিনাখাঁর কুমারজোলর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মইনুদ্দিন গাজি। সৌদি আরবে বসে কীভাবে বাংলার ভোটযুদ্ধে অংশ নিলেন তিনি? ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সিপিএম। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বৃহস্পতিবারই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মামলাকারী আইনজীবী সলোনি ভট্টাচার্য ও শামীম আহমেদের দাবি, মিনাখাঁর কুমারজোলর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের প্রার্থী মইনুদ্দিন গাজি পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির দিন দেশ ছাড়েন। হজ কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুন সৌদি আরবে যান মইনুদ্দিন। ১৬ জুলাই রাজ্যে ফিরে আসার কথা তাঁর। প্রার্থী অনুপস্থিত হলেও মনোনয়নপত্র জমা পড়েছে। মামলাকারীরা অভিযোগ তুলেছে যে ব্লক উন্নয়ন আধিকারিক এবং পঞ্চায়েতের রিটার্নিং অফিসারের সঙ্গে যোগ না থাকলে প্রার্থীর অনুপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়া যায় না।