বিজেপি বিধায়কদের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের কথা ভুলে গেলে! কার কথা বলল তৃণমূল

অমিত শাহের বক্তব্যের পর তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া দেখায়। টুইটারে তারা জানায়, কর্ণাটকের বিজেপি বিধায়কের বাড়ি থেকেও ব্যাপক পরিমাণ বেহিসাবি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। কিন্তু অমিত শাহ ভুলে গিয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
amit shah kond.jpg

নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় অমিত শাহের সভায় বক্তব্য রাখার পর তীব্র প্রতিক্রিয়া দেখাল তৃণমূল। টুইটারে তৃণমূলের পক্ষে দাবি করা হয়, 'স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় সমাবেশ করতে এসে বলেন,  নেতাদের বাড়িতে নগদ পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় তিনি অবাক হয়েছেন। সম্ভবত খবর পাওয়া উচিত, বিজেপি বিধায়ক কে. মাদল বিরুপাক্ষপ্পা ও তাঁর ছেলের অফিস এবং বাসভবন থেকে কর্ণাটক লোকায়ুক্ত আধিকারিকরা  ৮.১২ কোটি বেহিসাবি নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়েছিলেন।'  শুভেন্দুর প্রসঙ্গে তৃণমূল টুইটারে জানায়,' শুভেন্দু অধিকারীর বাড়িতে কুখ্যাত সারদা কেলেঙ্কারি এবং কন্টাই পৌরসভা জালিয়াতি সহ সন্দেহজনক উপায়ে অর্জিত কোটি টাকা দিয়ে ভরা কোষাগার খুঁজে পেতে পারেন। বিজেপির অবস্থান ক্রমেই বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে।'