নিজস্ব সংবাদদাতা: ৬-এ ৬! উপনির্বাচনেও ব্যাপক জয়ের পর আপ্লুত তৃণমূল নেতৃত্ব। নিজের সামাজিক মাধ্যমে সেই উচ্ছ্বাসা পোস্টও করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ৬ প্রার্থীই জয়ী হয়েছেন। আর তার জন্য সাধারণ মানুষকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সাথে তাঁর কথাতেও ধরা পড়লো ‘পাহারাদার’ প্রসঙ্গ। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘পাহারাদার’ হিসাবে সবসময়ই তাঁরা সাধারণ মানুষের পাশে থাকবেন। আর মানুষের আর্শীবাদ তাঁদের হৃদয় স্পর্শ করে থাকবে।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে এদিন অভিষেক লেখেন, “আমি আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলার মানুষকে। আপনাদের আর্শীবাদ আমাদের আগামীর পথ চলাকে আরও মসৃণ করবে”। একই সাথে নাম না করে বিজেপিকে ‘জমিদার’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। আর নিজেদের অর্থাৎ মা-মাটি-মানুষের দলকে ‘পাহারাদার’ হিসাবেই ব্যাখ্যা করেছেন। লিখেছেন, “আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। আর এই ভাবেই মানুষের আর্শীবাদ নিয়ে থাকতে চাই”।