নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শুক্রবার থেকেই ভিড় জমছে কলকাতায়। নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকছে তারা।
/anm-bengali/media/post_attachments/4f0965c189de884294a97ef437d8dd7609732f329665c9b20ed01e8d63ee2cfe.jpg)
প্রতিবছরই ২১ জুলাইয়ে শুধু সমাবেশ নয়, অন্যতম বড় চমক থাকে মেনুতে। বিভিন্ন প্রান্ত থেকে আসে কর্মী-সমর্থকদের জন্য আয়োজন করা হয় ভোজের। কর্মসূচির অন্যতম আকর্ষণ ডিম-ভাত। প্রতিবছর একই মেনু চললেও এবার মুড়ি-ঘুগনির চাহিদা হুহু করে বেড়ে গেছে।