নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) প্রমাণ লোপাটে মদত দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এই অভিযোগকে হাতিয়ার করে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। এক সপ্তাহের মধ্যে কেসের তদন্ত হাতে নিয়ে নেয় সিবিআই। তবে লাভ কিছুই হয়নি। পাঁচ মাস পড়ে সেই সঞ্জয় রায়কেই আদালতে দোষী সাব্যস্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়েও বারংবার প্রশ্ন তুলেছে নির্যাতিতার মা-বাবা। তাঁদের দাবি সিবিআই তদন্তে ব্যর্থ। সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত করা হলেও, ঘটনায় আরও অনেকে জড়িত বলে দাবি তাঁদের।
এবার তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ ও কাউন্সিলর সোমনাথ দে-কে আক্রমণ আরজি কর কাণ্ডে মৃতার বাবার। এদিন মৃতার মায়ের নিশানায় মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমাদের মেয়ের ঘটনার তদন্ত ঠিক করে হয়নি। সঞ্জয় একা দোষী নয়। যে কটা দোষী সবাই বেরিয়ে আসুক। আমি সবার শাস্তি চাই।'
উল্লেখ্য, সিবিআইয়ের চার্জশিটের অভাবে জামিন পেয়েছে আরজি করের প্রাক্তন অধ্যাক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। জামিন পাওয়ার পর ক্ষোভে ফুঁসছে জুনিয়র ডাক্তাররা ও টালা থানার ওসি।