তিলোত্তমার প্রতিবাদে তিলোত্তমা- জ্বলে উঠল মোমবাতি- এই ভিডিও চোখে জল আনবে- বুক কাঁপিয়ে দেবে

জ্বলে উঠল মোমবাতি।

author-image
Aniket
New Update
c

নিজস্ব সংবাদদাতা: তিলোত্তমার পাশে আছে গোটা তিলোত্তমা। আরজি করের প্রতিবাদে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে কলকাতা। অন্ধকারের চাদরে প্রতিবাদের ভাষা ব্যক্ত করেছে কলকাতা।

c

এই দৃশ্য আগে দেখেনি মানুষ। সর্বত্র এই ছবি এক, এই দৃশ্য ভুলতে পারবেন না, এই  দৃশ্য ভোলা যাবে না। এই অন্ধকার মানুষের প্রতিবাদের।

ইতিমধ্যেই হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ করছেন সাধারণ। আরজি করে ডাক্তারের দাবি মেনে মোমবাতি হাতে নিয়েছে সাধারণ মানুষ। এই ভিডিও চোখে জল আনবে, বুক কাঁপিয়ে দেবে। দেখুন ভিডিও-