বদলে গেল স্লোগান- 'আর উই ওয়ান্ট নয়, এবার বলুন উই ডিমান্ড জাস্টিস', গর্জে উঠলেন তিলোত্তমার কাকিমা

আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
rg kar medical

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল বের হয়। আজ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স ফোরাম মহামিছিল বের করে। কালো বেলুন হাতে প্রতিবাদে নামেন চিকিৎসকরা। ছিলেন স্বাস্থ্যকর্মী, নাগরিক সমাজের বড় অংশ। তাতে সামিল হন তিলোত্তমার পরিবারের লোকেরাও। ধর্মতলায় ছিলেন তিলোত্তমার মা, বাবা, কাকিমা। বক্তব্যও রাখেন তাঁরা। তিলোত্তমার বাবা বলেন, "আপনারা পাশে দাঁড়িয়েছেন বলে একটাই শান্তি, বিচার আমরা পাবই।" তবে গর্জে ওঠেন তিলোত্তমার কাকিমাও। তিনি বলেন, "এবার আর 'ওয়ান্ট' নয়, জাস্টিস 'ডিমান্ড' করতে হবে।" 

তিনি বলেন, "ছোট থেকে মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখেছি। কাকি বলে আর কেউ ডাকে না। এই ঘটনার ১৫ দিন আগেও বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। আমরা সকলে রাতভর কত গল্প, কত পরিকল্পনা। বাড়িতে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে কত কথা। তার ১০ দিন পর আমাদের ভাগ্যে যে এই নিষ্ঠুর দিনটা অপেক্ষা করছে কল্পনাও করতে পারিনি। আজ আর উই ওয়ান্ট জাস্টিস না, উই ডিমান্ড জাস্টিস। আপনারা বলবেন ডিমান্ড জাস্টিস। ওয়ান্ট আর নয়। আমাদের জাস্টিস দিতেই হবে।"