নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবারই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর গতিপথ উত্তর পশ্চিম অর্থাৎ অন্ধ্র উপকূলের দিকে। তবে এই নিম্নচাপ গতিপথ পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের শেষের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলোতে শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।