নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে বিধাসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অনুপস্থিত থাকলেন প্রশ্ন করার তালিকায় থাকা সাত বিধায়ক। তারমধ্যে তিন জন তৃণমূলের বিধায়ক ও চার জন বিজেপির বিধায়ক। লোকসভা ভোটের আগে বিধানসভায় উপস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় প্রবেশ ও বের হওয়ার সময় নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে তিন জন তৃণমূল বিধায়কের অনুপস্থিতি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। বুধবার সকালে বিধানসভায় এক এক করে বিধায়কদের নাম ডাকেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সাত জন বিধায়কের অনুপস্থিতিকে তিনি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। তৃণমূলের দেবেশ মণ্ডল, অরূপ সরকার ও রফিকুল ইসলাম অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।