আরজিকর কাণ্ডে নাম জড়ানোয় IMA-র রাজ্যসভার বৈঠক থেকে বহিষ্কৃত তিন চিকিৎসক

আর জি কর কাণ্ডে নাম জড়ানোয় IMA রাজ্যসভার বৈঠক থেকে বহিষ্কৃত তিন চিকিৎসক, যথা তাপস চক্রবর্তী, জয়া মজুমদার ও বিরুপাক্ষ বিশ্বাসের বন্ধু প্রিয়াঙ্কা রানা

author-image
Debapriya Sarkar
New Update
Rg kar

নিজস্ব প্রতিবেদন : IMA-র রাজ্যসভার বৈঠকে তিন চিকিৎসকে ঘিরে বিক্ষোভ। সেমিনার রুম থেকে তথ্য প্রমান লোপাটের অভিযোগে বৈঠক থেকে বের করে দেওয়া হল ওই তিন চিকিৎসকে। বৈঠকে উপস্থিত ছিলেন আইএম রাজ্যে সরকারের সেক্রেটারি শান্তনু সেন। সেই বৈঠকেই ওই তিনটি কিছু ঘিরে শুরু হয় ধন্ধুমার কান্ড। 

Rg kar protest

এদিন IMA-র রাজ্যসভার বৈঠক থেকে বার করে দেওয়া হয় তাপস চক্রবর্তী, কল্যাণী গান্ধী মেমোরিয়ালের চিকিৎসক জয়া মজুমদারকে এবং বিরূপাক্ষ বিশ্বাসের বন্ধু প্রিয়াঙ্কা রানাকে। অভিযোগ, চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সুশান্ত রায়ের সঙ্গে একই গাড়িতে ছিলেন তাপস চক্রবর্তী, যা বিষয়টি আরও জটিল করে তুলেছে।

rg kar junior doctor