কোচবিহার মেডিক্যালে 'থ্রেট কালচার': BMOH-কে 'No Entry' নিষেধাজ্ঞা

কোচবিহার মেডিক্যালে 'থ্রেট কালচার।' BMOH সহ একাধিক চিকিৎসক 'No Entry' নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঘটনাটিকে ঘিরে স্বাস্থ্যকর্মীদের মধ্যে বেড়েছে উদ্যোগ।

author-image
Debapriya Sarkar
New Update
Cooch Behar medical College

নিজস্ব প্রতিবেদন : কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' নিয়ে অভিযোগ উঠেছে। BMOH দীপায়ন বসুর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং একইসঙ্গে চিকিৎসক সংবেদ ভৌমিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কলেজ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল। ছাত্র প্রতিনিধিদের বিষয়ে নতুন নিয়মও ঘোষণা করা হয়েছে; ভবিষ্যতে পরীক্ষার ভালো মার্কস পাওয়া ছাত্রদের মধ্য থেকেই সিআর নির্বাচিত হবে।

Cooch Behar medical College

অধ্যক্ষ নির্মল কুমার মন্ডল বলেন, "যেহেতু ওঁরা (দীপায়ন বসু ও সংবেদ ভৌমিক) আমাদের কলেজের সঙ্গে যুক্ত নন, ফলে তাঁরা কোনও অনুমতি ছাড়া কলেজ ক্যাম্পাসে ঢুকবেন না। এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। ওঁরা এসে রাতের দিকে মিটিং করেন। এসে ছেলেদের উত্তেজিত করেন। তাঁরা এবার অনুমতি ছাড়া কলেজ ক্যাম্পাসে ঢুকবেন না। দ্বিতীয় হচ্ছে, আমাদের এখানে ছাত্রদের একটা গ্রুপ, যারা সাধারণত কলেজের সঙ্গে যোগাযোগ রেখে ছাত্রদের স্বার্থে কাজ করে। এরকম একটা বিষয় ছিল। কিন্তু, পরবর্তীকালে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধেই থ্রেট কালচারের বিষয়গুলো উঠে আসছে। সেই কারণে ওই যে গ্রুপটি তাদের আপাতত আমাদের দিক থেকে কোনও স্বীকৃতি দিচ্ছি না।"