থ্রেট কালচারের অভিযোগ, ৮ জনকে তলব হাসপাতালের তদন্তকারী কমিটির

তাঁদের বিরুদ্ধে জুনিয়রদের হুমকি দিয়ে হাসপাতালে ভয়ের পরিবেশ সৃষ্টি করার অভিযোগ রয়েছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে ‘হুমকি সংস্কৃতি’তে অভিযুক্ত হয়েছিলেন চিকিৎসক, হাউস স্টাফ, ইন্টার্ন সহ মোট ৫১ জন। মেডিক্যাল কলেজের পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে তাঁদের চিহ্নিত করা হয়েছিল। থ্রেট কালচারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছিলেন আরজি কর কর্তৃপক্ষ। এবার সেই তদন্ত কমিটি ডেকে পাঠালো ৮ জন চিকিৎসককে। ওই ৫১ জনের মধ্যেই রয়েছে ৮ জনের নাম। তাঁদের বিরুদ্ধে জুনিয়রদের হুমকি দিয়ে হাসপাতালে ভয়ের পরিবেশ সৃষ্টি করার অভিযোগ রয়েছে। 

তদন্ত কমিটির ডাকে শনিবার আরজি করে পৌঁছেছেন আট চিকিৎসক। তারা হাসপাতালের প্রশাসনিক ভবনে হাজিরা দিয়েছেন। ওই ভবনেই রয়েছে অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায়ের দফতর। জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে ওই আট চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। 

rg kar
File Picture

থ্রেট কালচারের বিরুদ্ধে আগেই অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। এই হুমকি সংস্কৃতি নিয়ে ক্ষোভে সোচ্চার হয়েছেন তারা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই ৫১ জনকে চিহ্নিত করে তাঁদের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানান, যত দিন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ না হচ্ছে, তত দিন তারা হাসপাতালে প্রবেশ করবেন না। তারপর শনিবার তলব করা হল তাঁদের মধ্যে আট জনকে। 

rg doctors 3
File Picture

Adddd