থ্রেট কালচারে এবার জুনিয়র ডক্টর বনাম জুনিয়র ডক্টর!

তাঁদেরই ডাকে আজ আরজি করে চলছে গণ কনভেনশন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Junior doctors

File Picture

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে উত্তাল শহর সহ শহরতলি। একটানা অনশন করে নিজেদের দাবি জানিয়েছেন তাঁরা। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেই অনশন উঠেও গিয়েছে। তবে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম’ নামে মঞ্চের তরফে আন্দোলন চলছে এখনও। তাঁদেরই ডাকে আজ আরজি করে চলছে গণ কনভেনশন। আর এরই মধ্যে সামনে আসছে নয়া তথ্য।

এবার জুনিয়র ডক্টরস্‌ বনাম জুনিয়র ডক্টরস্‌। এবার পাল্টা মঞ্চের প্রস্তুতি শুরু হয়ে গেল জুনিয়র ডাক্তারদের মাধ্যমে। থ্রেট কালচারের অভিযোগ উঠেছে যাঁদের বিরুদ্ধে, তাঁরাই এবার পাল্টা মঞ্চ তৈরির ডাক দিলেন। শনিবারই প্রথম সাংবাদিক বৈঠক করলেন তাঁরা।

gbhgjyiul

আরজি করের দুই জুনিয়র চিকিৎসক শ্রীশ মাইতি ও প্রণয় মাইতির উদ্যোগে নতুন মঞ্চ গড়ে উঠলো এবার। তাঁদের এই কর্মসূচির প্রেক্ষিতে শ্রীশ-প্রণয়কে পাল্টা আক্রমণ শানিয়েছে জুনিয়র ডক্টরস ফোরাম (WBJDF)- এর সদস্যরা। অভিযোগ, শ্রীশ, প্রণয়দের অভিভাবকদের অ্যান্টি র‌্যাগিং কমিটির সদস্য করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে।

তবে সেই সকল অভিযোগকে নস্যাৎ করছে এই থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তাররা। শ্রীশ চক্রবর্তীর দাবি, আন্দোলনের নামে কিছু চিকিৎসক নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করছে। তাঁর আরও অভিযোগ, থ্রেট কালচারের মতো মিথ্যা অভিযোগ তুলে তাঁকে ও আরও কয়েকজন চিকিৎসককে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি থেকে বেরতেই ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন’ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ এবার থেকে জুনিয়র ডক্টরস্‌ ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে সোচ্চার হবেন এই ‘জুনিয়র ডক্টরস্‌ অ্যাসসিয়েশন’-এর চিকিৎসকেরা। স্বাভাবিক ভাবেই অভয়ার জন্যে ন্যায় বিচার চাইতে গিয়ে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।