আরজিকর কান্ডের বিচার চেয়ে বাবুঘাটে জ্বললো হাজার প্রদীপ

আরজি কর-কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে মহালয়ায় বর্ধমান, চুঁচুড়া ও শ্রীরামপুরে জ্বলছে প্রদীপ। মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও ঢাকের তালে জনতার স্লোগান—'জাস্টিস ফর আরজি কর'।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : রাত থেকে ভোর, সন্ধের পর আরও একটি রাত কাটিয়ে আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ চলছে। বাবুঘাটে হাজার প্রদীপ জ্বালিয়ে চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার দাবি করা হয়েছে। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদে সমবেত হয়েছেন নাগরিকরা। প্রবল বৃষ্টির মধ্যে বেহালায় অভয়ালয়ার আয়োজন করা হয়েছে, যেখানে প্রদীপের মাধ্যমে বিচার চাওয়া হচ্ছে।

publive-image

বর্ধমানের কার্জন গেট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে সবার হাতে জাতীয় পতাকা উড়ছিল। "তিলোত্তমা বিচার পাক" স্লোগান দিয়ে নাগরিকরা ভোরকে দখল করেছেন। শিল্পীরা ছবি আঁকলেন, গান গাইলেন, এবং প্রদীপ জ্বালালেন। চুঁচুড়া ও শ্রীরামপুরেও মহালয়ার সকালে প্রতিবাদে শামিল হয়েছেন মহিলারা, ঢাক বাজিয়ে এবং নাচের তালে তাঁদের অবস্থান জানান দিয়েছেন।

publive-image

নদিয়ার চাকদাতেও প্রতিবাদের সুর শোনা গেছে, "তোমার স্বর, আমার স্বর, জাস্টিস ফর আরজি কর" স্লোগানে। কোচবিহার দেবী বাড়ি মন্দিরের সামনে প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিয়েছেন চিকিৎসক ও সাধারণ মানুষ। প্রতিবাদীরা স্পষ্ট জানিয়েছেন, চিকিৎসকের ধর্ষণ-খুনের ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাঁরা উৎসবে ফিরবেন না।