নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজো আসছে। আবারও আলোর রোশনাইতে সেজে উঠবে কলকাতা সহ একের পর এক জেলা।
জায়গায় জায়গায় কোথাও দেখা যাবে সাবেকিয়ানা, আবার কোথাও দেখা যাবে থিমের ভিড়। আর মাত্র কয়েকদিন পরেই উমার আরাধনায় ব্যস্ত হয়ে উঠবে সমগ্র বাঙালি।
ইতিমধ্যে বিভিন্ন পুজো মণ্ডপে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেখানে পিছিয়ে নেই হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব (Haridevpur New Sporting Club)-ও।
এবছর তাঁদের থিম ‘অবরুদ্ধ’। এবারে এই ক্লাবের পুজো ১৮ বছরে পা দিল। এ বছর তাঁদের পুজোর বাজেট হল ১১ থেকে ১২ লক্ষ টাকা। প্রতিমা শিল্পী হলেন অর্ধেন্দু দে। এছাড়া মণ্ডপ সজ্জায় রয়েছে পূর্ণেন্দু দে।