নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েকদিন, তারপরেই গোটা শহর আলোর রোশনাইয়ে সেজে উঠবে। কারণ আর কয়েকদিন পরেই আসছে দুর্গাপুজো (Durga Puja 2023)। প্রতি বছরের ন্যায় এ বছরেও সকলকে চমকে দিতে চলেছে চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব (Chorebagan Sarbojanin)।
এ বছর তাঁদের থিম হল ‘অনুভূতি।‘ সময়ের তালে তালে যা বদলায় তাই হল অনুভূতি। এ বছর এই পুজো কমিটির বাজেট হল আনুমানিক ৬০ থেকে ৭০ লক্ষ টাকা। চলতি বছরে এই পুজো কমিটির হয়ে প্রতিমা গড়ছেন শিল্পী সুব্রত মৃধা।
এছাড়া মণ্ডপ সজ্জায় রয়েছেন দেবাশিস বারুই। প্রতিবছরই নিজেদের মণ্ডপের মাধ্যমে কিছু না কিছু বার্তা দেওয়ার চেষ্টা করে চোরবাগান সার্বজনীন। এ বছর চোরবাগান সার্বজনীন পুজো কমিটির পুজো ৮৮ বছরে পা দিল।