পলিগ্রাফ টেস্ট হবে টালা ওসিকে! কী বলল সিবিআই

এবার পলিগ্রাফ টেস্টের মুখোমুখি হবেন টালা থানার প্রাক্তন ওসি।

author-image
Tamalika Chakraborty
New Update
tala ps oc

নিজস্ব সংবাদদাতা: পলিগ্রাফ টেস্ট করা হবে টালা থানার অপসারিত ওসিকে। এমনটাই আদালতে জানাল সিবিআই।  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, দেবাশিষ মণ্ডলের একাধিক উত্তরে ধোঁয়াশা রয়েছে। সেগুলোর উত্তর পেতেই  পলিগ্রাফ টেস্ট হবে বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে। এখনও পর্যন্ত মোট ছয় জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। 

tala oc

জানা গিয়েছে, টালা থানার প্রাক্তন ওসির  কাছ থেকে জিজ্ঞাসাবাদে যে উত্তর পাওয়া গিয়েছে, সেখানে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। সেই কারণেই এই পরীক্ষা করা হবে। অন্যদিকে, টালা থানার সিসিটিভির ফুটেজ ইতিমধ্যে সিবিআইয়ের হাতে এসেছে।  সিএফএসএলে যে সমস্ত ফুটেজ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, আগামী ১-২ দিনের মধ্যে তার রিপোর্ট আসবে। সিবিআই জানিয়েছে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে  ফুটেজ সংক্রান্ত বিশেষ কিছু জিজ্ঞাসা করার রয়েছে। আরজি করের সিসিটিভি ফুটেজে একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পাওয়া গিয়েছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে। 

অন্যদিকে, সিবিআই সুপ্রিম কোর্টের পাশাপাশি শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট পেশ করে। সিবিআইয়ের স্টেটাস রিপোর্টে কার্যত শিহরিত হয়ে ওঠেন। তিনি বলেন, নির্যাতিতার বাবা যে চিঠি দিয়েছেন, সেখানে অনেক লিড রয়েছে। সেগুলোকে যেন গুরুত্ব দেওয়া হয় বলেও সিবিআইয়ের তরফে বলা হয়েছে। 

 tamacha4.jpeg