এসএসসির পর এবার নজরে ২০১৪ প্রাথমিক টেট! ফের চাকরি বাতিল? আশঙ্কা

এবার ২০১৪ প্রাথমিক টেট নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
tetroll

file pic

নিজস্ব সংবাদদাতাঃ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে বাতিল হয়েছে এসএসসি ২০১৬-এর গোটা প্যানেল। রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। এরপর ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়েও দ্বন্দ্বে সিবিআই। এই নিয়োগেও বেনিয়ম রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রে খবর, বুধবার অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ২০১৪ সালের প্রাথমিক টেট সংক্রান্ত একাধিক তথ্য তুলে দিল সিবিআই।

জানা গিয়েছে, এই লিস্টে নকল ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে, ফেল করাদের পাশ করিয়ে নিয়োগ-সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি। অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে সিবিআই। 

বিচারপতি নির্দেশ দিয়েছে, মামলার পরবর্তী শুনানির আগে সব পক্ষকে হলফনামা জমা করতে হবে। আট সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Add 1

প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষার উপর ভিত্তি করে চার দফায় প্রায় ৭০ হাজার শিক্ষক প্রাথমিক নিয়োগ হয়েছে। এদিন হাইকোর্টের পর্যবেক্ষণের পর তাদের সকলের ভবিষ্যত অনিশ্চিত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।