আর ন্যাকামি করবেন না! আরজি কর ইস্যুতে এবার ট্রোলের মুখে গায়িকা ইমন চক্রবর্তী

এবার ট্রোলের শিকার হলেন গায়িকা ইমন চক্রবর্তী।

author-image
Tamalika Chakraborty
New Update
iman chakraborty

নিজস্ব সংবাদদাতা: ‘আমি প্রথম হেলিকপ্টার চড়তে যাচ্ছি। কিন্তু আমি ভীষণ ভীত, সন্ত্রস্ত ও চিন্তিত।’  এমনই কথা লিখেছিলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। তিনি বর্তমানে কানাডায় রয়েছেন। সেখানেই তিনি প্রথমবারের জন্য হেলিকপ্টার চড়ার অভিজ্ঞতা শেয়ার করতে চলেছেন। সেই বিষয়ে একটি ব্লগও করবেন বলে নিজের সোশ্যাল মিডিয়ায়। সেই ব্লগ দেখার জন্য অনুগামীদের অহ্বান করেন। 

বৃহস্পতিবার এই বিষয়ে গায়িকা ইমন চক্রবর্তী একটি ব্লগ শেয়ার করেন। কিন্তু সেখানেই হয় গণ্ডোগোল।  কমেন্ট বক্সে একজন লিখেছেন, অ্যাক্টিং (সো কলড ন্যাকামো) বেশ। অন্যদিক একজন গায়িকা মনে করিয়ে দেন অভয়া এখনও বিচার পাননি।  বর্তমানে রাজ্যের যা পরিস্থিতিতে সেক্ষেত্রে এই ভিডিও অসংবেদনশীল বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ।  এই ভয় পাওয়ার জন্য আরেক নেটিজেন লেখেন, ‘সবেতেই এত তামাশা করেন কেন আপনি?’। 

 উৎসবের মধ্যেও আরজি কর নিয়ে প্রতিবাদের তীব্রতা অটুট রয়েছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ঝাঁঝ ক্রমে ই বাড়ছে। তাঁদের যোগ্য সঙ্গ দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরা। অন্যদিকে, আমরণ অনশনে ফের অসুস্থ হয়ে পড়লেন এক জুনিয়র চিকিৎসক।  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অলোক কুমার বর্মা রবিবার থেকে অনশন করছিলেন। করেছে। জানা গিয়েছে, শরীরে কটোনবডির পরিমাণ ব্যাপকহারে বেড়ে গিয়েছে। পাশাপাশি শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়ছে। প্রভাব পড়তে শুরু করেছে কিডনিতে এবং লিভারে। হৃদস্পন্দন ও রক্তচাপ অনিয়মিত হয়ে পড়েছে। উত্তরবঙ্গে আলোক বর্মাকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।  ওই জুনিয়র চিকিৎসককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর জন্য আগে থেকে সিসিইউ তৈরি করে রাখা হয়েছিল। প্রসঙ্গত, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দুজন অনশন করছিলেন। আরও একজন অনশন নিজের অনশন অব্যাহত রয়েছে।