নিজস্ব সংবাদদাতা: এবার কসবা কাণ্ডেও বাম আমলকে টানলেন কুণাল ঘোষ।
তিনি বলেছেন, "কমরেড, মনে রাখুন। 23/1/2000, কসবায় সিপিএমের লোকাল কমিটির সম্পাদক গুরুপদ বাগচী প্রকাশ্যে গুলিতে নিহত। অভিযোগ, জমি, প্রমোটাররাজের জটিলতা ও সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব। এক গোষ্ঠী খুনের প্রতিবাদে এলাকায় তান্ডব করল, পুলিশও আক্রান্ত। অন্য গোষ্ঠী প্রায় উধাও। খুনের পিছনে বড় নেতার নাম এলো, যিনি এখনও সক্রিয়। গোলমাল থামাতে বিমান বসু, সুভাষ চক্রবর্তীদের ছুটে যেতে হল। এক প্রমোটার পুলিশি নজরদারিতে আসল। 'ন্যায়বিচার' হল না। কারণ পুলিশ ও সিআইডি 'আসল' মাথাদের আড়াল করে দুর্বল কেস সাজালো। কয়েকজনকে শিখন্ডি করে মামলা পার। শেষে তাদেরও অনেকে কোর্টে খালাস। তাই, কসবা নিয়ে কিছু বলার আগে কমরেড গুরুপদ বাগচী কেন ন্যায়বিচার পেলেন না, তার জবাব দিক কমরেডরা।"