নিজস্ব সংবাদদাতা: এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করে শোরগোল ফেলে দেওয়া ট্যুইট করলেন কুণাল ঘোষ। ট্যুইট করে তিনি বলেছেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন? মনে রাখুন, ১) শুভেন্দুর বিরুদ্ধে নারদায় FIR করেছে আপনার প্রিয় CBI. তদন্ত এড়াতেই ওর দলবদল। আপনি ক্লিন চিট দিচ্ছেন? ২) শুভেন্দু বলেছিল নারদা কেসটি 'প্রমাণিত' সত্য। তারপরেও আপনার এই যুক্তি? এ তো দুর্নীতিগ্রস্তকে আড়াল করার ভাষা। আপনি এসবে নেমে পড়লেন? সবটা আরেকবার ভেবে দেখুন"। উল্লেখ্য, আজ পদত্যাগ করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
mk