নিজস্ব সংবাদদাতা: এবার মোহম্মদ সেলিমকে কড়া আক্রমণে একহাত নিলেন তথাগত রায়। ট্যুইট করে তিনি বলেছেন, "এই মালটি অত্যন্ত ইন্টারেষ্টিং। এর পার্টি সহকর্মী বিকাশ ভট্টাচার্য্য নিজেকে ‘সেকুলার’ প্রমাণ করার জন্য শালপাতার ঠোঙায় করে ভাগাড় থেকে তোলা গরুর মাংস খেয়েছিল, কিন্তু সেলিম কিছুতেই শুওরের মাংস খায় নি। কিন্তু এই সেলিমই আবার ২০০৯ সালে নির্বাচনে দাঁড়িয়ে বড়বাজারের হনুমান মন্দিরে গিয়ে চুপি চুপি চরণামৃত খেয়েছিল। সেকথা একটা আলোচনা সভায় প্রকাশ করে দিতেই সেলিম চোঁচা দৌড় মারে"। তথাগত রায়ের এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।