নিজস্ব সংবাদদাতা: হিন্দু নির্যাতন নিয়ে আবার লিখলেন বিজেপি নেতা তথাগত রায়।
এই বিজেপি নেতা লেখেন, পূর্ব পাকিস্তানে হিন্দুনির্যাতন শুরু হবার পর থেকে সেখানকার হিন্দু নেতারা, বিশেষ করে বামপন্থীরা, সবাই কাছাকোঁচা সামলে ভারতে পালিয়েছিলেন। যে কজন পালান নি, পাকিস্তানে থেকে হিন্দুদের নেতৃত্ব দেবার চেষ্টা করেছিলেন সেই নমস্য নেতারা - ধীরেন দত্ত, সতীন সেন, চিত্ত সুতার, প্রভাস লাহিড়ী প্রমুখেরা - পাকিস্তান সরকারের পৈশাচিকতা সহ্য করেছেন, প্রাণত্যাগও করেছেন। তারপর হিন্দুদের পক্ষে বলার জন্য হিন্দু নেতা কেউ ছিলেন না, মুসলমানদের মধ্যে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, আবুল বারকাত প্রমুখেরা যতদূর পেরেছেন সমর্থন দিয়েছেন। অবশেষে বলিষ্ঠ নেতৃত্বের প্রতিশ্রুতি নিয়ে চিন্ময়কৃষ্ণ প্রভুর আবির্ভাব। তাঁকে নমস্কার।