নিজস্ব সংবাদদাতা: পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়ে ফেলেছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্য জুড়েই জারি থাকবে এই কর্ম বিরতি। তার আগে রাতে টানা ৮ ঘণ্টা জিবি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। নিরাপত্তা, থ্রেট কালচার এখনও ঘুচে যায়নি। সেই কারণে এই সিদ্ধান্ত বলে দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। মঙ্গলবার সকাল ১০টা থেকে পূর্ণ কর্মবিরতি শুরু করলেন তাঁরা।
মোট ১০ দফা দাবি রয়েছে এই চিকিৎসকেদের এবার। এর আগে ৭ দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন। সেই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা।
নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতাগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি, সব সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা, হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালগুলিতে শূন্যপদ পূরণ, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি, প্যানিক বোতামের ব্যবস্থা এগুলি হল তাদের দাবি। ঠিক তারপরেই বড় পোস্ট করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি লেখেন, জুনিয়র ডাক্তাররা সম্পূর্ণ কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।। তাদেরকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই তাও অনুরোধ করবো তাদের এই সিদ্ধান্ত একটু ভেবে দেখার জন্য বিশেষ করে এই পুজোর সময়।।
তাদের দাবিটাও ন্যায় সঙ্গত।। সুরক্ষা ছাড়া কাজ করাটা সম্ভব নয়।। পশ্চিমবঙ্গ সরকারকেও বলবো তাদের সুরক্ষার ব্যবস্থা করার জন্য।।