নিজস্ব সংবাদদাতা: এবার ভুল পোস্ট করার জন্য কুণাল ঘোষের কাছে ক্ষমা চাইলেন এক ফেসবুক ব্যবহারকারিনী। তার সেই পোস্ট সামনে এনে তাকে সতর্ক করে দিলেন কুণাল ঘোষ।
তিনি ট্যুইট করে বলেছেন, "বাড়াবাড়ি সীমা ছাড়ালে এই পরিণতি হয়। এখন আইনি পরিণতির কথা ভেবে ক্ষমা চাওয়া!!! এরা শিশু নয়। যা পারছে পোস্ট করছে। এটা ভুল নয়। অপরাধ। এগুলো করাই এদের অভ্যাস। এখন নিষ্পাপ সেজে আইন থেকে বেরনোর নাটক। যাক, এসব যেন খেয়াল থাকে।"